ফটিকছড়ির কাঞ্চননগরে শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন প্রকাশ কান্তি সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক

Fatickchari 29-5-2015ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব বলেছেন, শ্রমিকরা হল দেশের সম্পদ, তাদের অর্জিত শ্রমের অর্থ দিয়ে এই দেশ চলে। শ্রমিকদের যেকোন সমস্যা হলে অবশ্যই সমাধান করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন শুধু দেশে নয়, প্রবাসেও লাখো মানুষ অর্থ উপার্জন করে দেশে প্রেরণ করে। ফলে রেমিটেন্স বৃদ্ধি পায়। তিনি গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোহাম্মদ হাবিবুল ইসলামের সভাপতিত্বে কাঞ্চননগর বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস, আক্তার উদ্দিন বাচ্চু, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ জয়নাল, আলী আহাম্মদ মেম্বার, মুক্তিযোদ্ধা শামসুল আলম, মোহাম্মদ শাহজাহান মেম্বার, দিদারুল আলম, ইলিয়াছ কাঞ্চন, নুরুল ইসলাম, নুরুল আলম, পৌর যুবলীগের নেতা মাসুদ পারভেজ। মোহাম্মদ ছালাউদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সরোয়ার, মিদুল ত্রিপুরা, ডাক্তার খোকন ত্রিপুরা, আবুল কালাম, নুরুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, জাগির হোসেন, আসাদুজ্জান তানবীর, রবিউল হোসেন চৌধুরী মাসুদ, উলাপ্রু মারমা ও আহছান হাবীব রিটেল। পরে সম্মেলনে প্রকাশ কান্তি দাশকে সভাপতি, মোহাম্মদ সাইফুলকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *