একটি ভ্যানের জন্য জীবন দিতে হলো শিশু ভ্যান শ্রমিক রাশেদকে

DSC00231 copyএস এম শামীম দিঘলিয়া(খুলনা) :
দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের মোশারফ শেখের পুত্র রাশেদ(১৩) কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে গেছে হত্যাকারীরা। থানা পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, ২৮/০৫/১৫ তারিখ রাত সাড়ে ৮ টায় উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের মোশারফ শেখের পুত্র ভ্যান চালক রাশেদকে একই এলাকার তার দূর সম্পর্কের চাচাত ভাই মাহমুদ মুন্সি(২৬) পিতা আবু তালেব মুন্সি ও মামুন মোল্যা (২২) পিতা বিল্লাল মোল্য উপজেলার সেনহাটী ইউনিয়নের মোকামপুর খেয়াঘাটে ভ্যানে করে যাবার কথা বলে বাড়ী থেকে রাশেদকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। রাত্রে রাশেদ বাড়ী না আসায় তার বড় ভাই মামুন অনেক জায়গায় খোঁজাখুজি করে শেষে মাহমুদ ও মামুনদের বাড়ী যায় কিন্তু তাদের বাড়ীতে পাইনা। রাত আড়াইটার সময় আবার তাদের বাড়ীতে গিয়ে তাদের দেখে যে বাড়ীতে আছে। তখন তাদের কাছে রাশেদের খবর জানতে চাইলে তারা বলে যে রাশেদের ভ্যানে তারা যায়নি।রাশেদের ভাই মামুন বাড়ীতে চলে আসে। গত ২৯/০৫/১৫ তারিখ সকাল ১০ টার দিকে লোক মারফত জানতে পারে উপজেলা বাতিভিটা নদীর পাড়ে একটি শিশুর লাশ পড়ে আছে। তারা লাশ দেখে রাশেদকে সনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়। দিঘলিয়া থানা পুলিশ রাশেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। রাশেদের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ব্রক্ষ্মগাতী গ্রামের আবু তালেব মুন্সি পুত্র মাহমুদ মুন্সি(২৬) ও বিল্লাল মোল্যার পুত্র মামুন মোল্যাকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসা বাদ করলে তারা রাশেদকে হত্যা ও ভ্যান বিক্রয় করার কথা স্বীকার করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *