ঝিনাইগাতীর নাচনমহুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরী (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ বাদল এর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এসএমসি সদস্য কর্তৃক টাকা আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ দিয়েছেন জেলা শিক্ষা অফিসার বরাবর। এসএমসি কমিটির ৫ সদস্যের স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘ ২৫/২৬ বছর যাবত ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে থাকার কারণে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা থেকে ৫০/১০০ টাকা কম দিয়ে আত্মসাৎ করে এবং এনজিও থেকে বরাদ্দ পাওয়া ৩ মাস অন্তর অন্তর প্রাপ্ত বিস্কুট, সাবানসহ অন্যান্য দ্রব্যাদি বাড়ীতে নিয়ে আত্মসাৎ করে থাকে। এছাড়াও সুকৌশলে সদ্য নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ দিয়ে ৫ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করেছেন তিনি। লিখিত অভিযোগে আরও উল্লেখ করেছেন, ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রধান শিক্ষকের বাড়ির সাংসারিক কাজকর্ম সারিয়ে নেন। বিষয়টি এলাকাবাসীসহ অভিজ্ঞ মহল শিক্ষা বিভাগের দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *