শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নড়াইল আওয়ামীলীগের একাংশের সমালোচিত আলোচনা সভা অনুষ্ঠিত
গোবিন্দ কুন্ডু,নড়াইল : নড়াইল আওয়ামী লীগের বর্তমান জেলা কমিটির বিপক্ষে দলের এক অংশের উদ্যোগে সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নামে আলোচিত সমালোচনা সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে অধিক জন আকৃষ্ট করতে এতে জয়ঢাক ও ব্যান্ডপার্টি সংযোজন করা হয়। দলের একাংশের আয়োজিত আলোচিত আলোচনা সমাবেশে অংশ নিয়ে বক্তারা বেশীর ভাগ সময় ৩৪ বছর পূর্বের বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নিষ্ঠুর পরিবেশে উদ্বেগ, উৎকন্ঠা, স্বজন হারানো বেদনা নিয়ে দেশে ফেরেন সে বিষয়ে যতটা আলোচনার প্রয়োজন ততটা না করে সম্প্রদায় বিদ্বেষী, উষ্কানিমূলক, রাজনৈতিক বিবর্জিত দলের নিয়মনীতি উপেক্ষা করে বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সুবাস বোসের সমালোচনা করেন। জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য শুনে এ সময় উপস্থিত জনসাধারনের মুখ থেকে শোনা গেছে বর্তমান অসাম্প্রদায়িক গনতন্ত্রমনা বাংলাদেশ আওয়ামীলীগ কি সেই পুরানো আওয়ামী মুসলিমলীগে ফিরে যাচ্ছে। সাধারন জনগন আরো বলেছেন এটা কি শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা না সুবাস বোসের সমালোচনা।
সোমবার (২৫মে) বিকেল ৫ টায় নড়াইল চৌরাস্তায় এ আয়োজিত অনুষ্ঠানে এডঃ বশিরুল হক বশিরের পরিচালনায় নড়াইল আদালতের সাবেক পিপি এডঃ সিদ্দিক আহম্মেদ এর সভপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ সৈয়দ মোহাম্মদ আলী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম নবী, সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর সিকদার, বার বার নির্বাচিত নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান হাসান, সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক এডঃ ওমর ফারুক সহ জেলা ও থানা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা মিথ্যাবাদী, সুবিধাবাদী, সুযোগসন্ধানী, রাজনৈতিকমতলববাজ, ধোকাবাজ, সাম্প্রদায়িক বর্নবিদ্বেষী দুর্নীতিবাজ, ক্ষমতালোভী আখ্যা দিয়ে সুবাস বোসের নানা কর্মকান্ডের কঠোর সমালোচনা করে। একই সঙ্গে বক্তারা তৃণমূল নেতৃত্বের মতামত কে উপেক্ষা করে চাপিয়ে দেয়া জেলা কমিটি দলের বৃহত্তর স্বার্থে ভেঙ্গে দিয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবি জানান। সমালোচিত আলোচনা সভার পূর্বে শহরে এক র্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।