জমি সংক্রান্ত বিরোধের জের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মহিলা সহ কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়েছে।আহতদের মধ্যে ছঈনুদ্দিন(৫৮) ও লিটন(২৮) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
হাসপাতাল,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতো বড় পাড়া গ্রামের ছঈনুদ্দিন মিয়ার সাথে তার সহোদর ভাই বাবুর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বাবুর নেতৃত্বে ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রহিমা বেগম, লিটন, ছঈনুদ্দিন সহ ৫জন আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে নাগরপুর থানায় অভিযোগ করা হয়েছে। নাগরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.আব্দুর রহিম সাংবাদিকদের জানান,এ ঘটনায় থানায় পল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।