খুলনার আতালের চর ঘেরে সন্ত্রাসীদের হামলা ও লুটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
খুলনা ব্যুরো : খুলনার বটিয়াঘাটার আতালের চর ঘেরে চিহ্নিত সন্ত্রাসীরা আবারো হামলা ভাংচুর, ঘেরের পাহারা ঘরে অগ্নি সংযোগ ও লুটপাট করে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। এতে ২জন নারী সহ ১০জন আহত হয়েছে। গতকাল ঘের এলাকায় এক সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠকালে মো: রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে ৪০/৫০ জন আতালের চর গনঘেরে হামলা চালায়। তারা ঘের জবর দখলের চেষ্টা করে। চিহ্নিত সন্ত্রাসী বাহা, মিজবা, ওবায়দুল, এনা, শিমুল ও জনযুদ্ধের জাহিদের নেতৃত্বে লাঠিয়াল বাহিনীর অন্যান্য সদস্যরা হামলা চালায়। তারা নির্বিচারে গুলি ছোড়ে। এসময় জমির মালিক এলাকার নারী পুরুষের সম্মিলিত বাধার মুখে তারা পলিয়ে যায়। তবে সন্ত্রাসীরা ঘেরের ২টি পাহারা ঘরে অগ্নিসংযোগ ও ঘেরের মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এ ঘটনার বিচার দাবী করে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে।