লোহাগড়ায় গণহত্যা দিবস পালিত
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) : লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯৭১ সালে ২৩মে সংঘটিত গণ হত্যায় নিহত শহীদদের স্মরণে শনিবার (২৩ মে) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতনা স্কুল এ্যান্ড কলেজের উন্মুক্ত মঞ্চে বিশিষ্ট সমাজসেবক সরদার আহম্মদ শবুক্তিগীন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোকতার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, থানার অফিসার ইনচার্র্জ (ওসি) শেখ লুৎফর রহমান, প্রবীণ শিক্ষাবিদ অরবিন্দ আচার্য, ইতনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যপক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেন, শিক্ষক আতাউর রহমান ফিরোজ প্রমুখ। পরে ইতনা গ্রামে ১৯৭১ সালে ২৩মে গণ হত্যায় নিহত অস্বচ্ছল ১৬টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।