মোল্লাহাটে বাস দুর্ঘটনায় নিহত-১ আহত-৩৫
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে পর্যটক পরিবহনের সুজয় নামের বাস (ঢাকা মেট্রো-ব ১১-২২৪৪) মর্মান্তিক দুর্ঘটনায় ১জনের মৃত্যু ও অন্তত ৩৫জন আহত হয়েছে। ঢাকা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া জোড়া ব্রীজের রেলিং’র সঙ্গে প্রচন্ড ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্থল’র পাশের বাড়ির উত্তম মজুমদার ও বিপ্লব মজুমদার জানান-বাসটি রং সাইডে/ডান পাশে ব্রীজের রেলিং’র সঙ্গে প্রচন্ড ধাক্কা লাগায় বিকট শব্দ হয় এবং বাসটি প্রায় ছিন্ন-ভিন্ন হয়ে যায়। বিকট শব্দে তারা সহ অনেকের ঘুম ভেঙ্গে যাওয়ায় সকলে দর্ঘটনা কবলিতদের উদ্ধার করে। ধুর্ঘটনা স্থলেই মংলা এলাকার অজ্ঞাতনামা (৩০)’র মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির সঙ্গে তার ফুফু ও নববিবাহিত স্ত্রী ছিলেন। আহত অন্তত ৩০/৩৫ জনকে ফকিরহাট ও খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। কাটাখালি হাইওয়ে থানা ওসি মান্নান ফরাজি বলেন-মোল্লাহাট থানা ওসি’র মাধ্যমে জানতে পেরে দুর্ঘটনা স্থলে তিনি পুলিশ পাঠিয়েছেন এবং হতাহত কারো সন্ধান এখনো তিনি পাননি।