শেষটায় ঘাটের মড়া ফেললেন বাজুয়া ইউ.পি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন

SAM_1271তাপস মহালদার : দাকোপ থানার অন্তর্গত বাজুয়া, কৈলাশগঞ্জ ইউনিয়ন। এই দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ও দূরত্ব কমানোর জন্য তৈরী হয়েছে ত্রিমোহনী ব্রীজ। কিন্তু দুঃখের বিষয় ব্রীজটি খএঊউ এর আওতায় নির্মান হয়ে দীর্ঘদিন দুই পারের যোগাযোগ ব্যবস্থা বিঘœ ছিল। গাড়ী ঘোড়া চলাচলে মানুষের খুব অসুবিধা হচ্ছিল। টি.এন.ও, সকল চেয়ারম্যান, এম.পি, উপজেলা চেয়ারম্যান কেউই এর কোন সু-ব্যবস্থা করতে পারেনি। জনগনের চলাচলের খুবই অসুবিধা দেখে ব্রীজের দুই দিকে পিচের রাস্তা শুধু ব্রীজের মাথায় অসুবিধা। তাই বাজুয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এর সহযোগিতায় ৭, ৮, ৯ এর মহিলা মেম্বরের নেতৃত্বে ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে কাজটি করাতে সক্ষম হচ্ছে। এতে উপস্থিত ছিলেন রামপদ রায়, তারাশংকর মন্ডল, গ্রাম পুলিশ, রাখাল মালী, বিনয় স্বর্ণকার, শিশির মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাজটি সমাপ্ত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। বাজুয়া টু পোদ্দারগঞ্জ পিচের রাস্তা যা উপজেলার সকল অফিস আদালতের সহিত এলাকাবাসীর সহজ যোগসূত্র স্থাপন হবে। এলাকাবাসী চেয়ারম্যান দেবপ্রসাদ গাইনের এহেন জনহীতকর কর্মকান্ডের প্রশংসা করেন একই সঙ্গে ব্রীজের দক্ষিণ মাথার সামান্য কাজটি করিয়ে জনগণের চলাচলের পথ সুগমের জন্য কৈলাশগঞ্জ ইউ.পি চেয়ারম্যানকে অনুরোধ জানান ও তার সুনজর কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *