পলাশবাড়ীতে ঝড়ের আঘাতে লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

Jar Photoআশরাফুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার রাতে হঠাৎ বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার গা-গ্রাম। এতে মাঠের ফসল, গাছের ফল, পানের বরজ, কাচা ঘরবাড়ীসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ছোট-বড় বহু গাছপালা উপরে গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেশির ভাগ গ্রাম বৈশাখী ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গ্রামের জমির কলা, শাক-সবজি, গাছের কাঁচা আম-কাঁঠাল, বরজের পানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য ছোট-বড় গাছপালা উপরে গেছে। ঘরবাড়ি ভেঙ্গে গেছে। টিনের চালা উড়ে গেছে। এমনকি কিছু কাচা ঘর মাটির সাথে মিশে গেছে। পলাশবাড়ীর পার্শ্ববর্তী উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর মৌজায় অবস্থিত নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহারুল ইসলাম জানান, বিদ্যালয়ের অফিস কক্ষসহ ৩টি কক্ষ চুরমার হয়ে আলমারী, চেয়ার টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্রাদি লন্ডভন্ড হয়ে যায়। এদিকে উপজেলার হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিসের টিন উড়ে নিয়ে গেছে। বিদ্যুৎ সঞ্চালন খুটি ও তারের উপর গাছ ভেঙ্গে পড়ে প্রায় ২৬ ঘন্টা উপজেলায় বিদ্যু সংযোগ বন্ধ থাকে। রোববার রাত ১২টার দিকে শুধু উপজেলা সদরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার কিশোরগাড়ী হোসেনপুর, পলাশবাড়ী সদর মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপুর, হরিনাথপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এ কাল বৈশাখী ঝড়ে প্রায় ৭ শতাধিক ঘর বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। অপরদিকে ঝড়ের তান্ডবে গাছপালা, বাশবৃক্ষাদি উপরে পরে উপজেলার অধিকাংশ স্থানে পিডিবি ও পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *