সাপাহারে সীমান্তে আবারো ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

imagesHD5LVHFWনয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মাত্র ছয় দিনের ব্যবধানে আবারো কলমুডাঙ্গা সীমান্তে ২৪ বোতল ভারতীয় ম্যাগডোল নামক মদ উদ্ধার করেছে স্থানীয় বিজিবি ক্যাম্পের টহলদল।
জানা গেছে, শনিবার রাত সোয়া এগারটার সময় কলমুডাঙ্গা বিওপি কমান্ডার নায়েক সুবেদর আব্দুল আওয়াল খান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে বের হন। ওই সময় তার নেতৃত্বে টহল দলটি সীমান্তের ২৪০ মেইন পিলার এলাকার  কাড়িয়া পাড়া নামক স্থানে পৌঁছলে কয়েক জন চোরাকারবারীকে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবি’র ধাওয়া খেয়ে চোরাকারবারীর দলটি তাদের নিকট থাকা ভারতীয় ম্যাগডোল ২৪ বোতল মাদক ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই মাদকগুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এ বিষয়ে সাপাহার থানায় বিজিবি’র পক্ষ থেকে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। উল্লেখ্য, গত ১২মে এবং ১৭মে একই এলাকায় বিজিবি’র সদস্যরা চোরাকারবারীদের পিছু ধাওয়া করে বেশ কিছু ভারতীয় ম্যাগডোল ও অফিসার চয়েস মদ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *