বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল অগ্রভুলোট সীমান্তে বিএসএফের গুলিতে আবু সাইদ(২৮)নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত আবু সাঈদ শার্শার রামপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। নিহতের লাশ বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়,রবিবার ভোর রাতে অগ্রভুলোট অভয়বাস সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় একদল গরু ব্যবসায়ী। এসময় বিএসএফ তাদের উপর গুলি বর্ষন করে। গরু ব্যবসায়ী আবু সাইদের বুকে ও পিঠে গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়ে সে। তার সাথে থাকা গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজগন্জ নামক স্থানে তার মৃত্য হয়। ঘটনার সত্যতা স্বিকার করে ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রহিম বলেন,নিহতের ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আজ দুপুরে বিজিবি -বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।