বিচারিক কার্য্য ও সকল ইউনিয়ন পরিসেবায় এগিয়ে আছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন
শেখ রবিউল ইসলাম(দক্ষিনাঞ্চলীয় প্রতিনিধি) : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন পরিষদটি সবচেয়ে শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে কিন্তু সরকারী অনুদান ও কর্তৃপক্ষের অবহেলার কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবহারের অনুপোযোগী থাকার সত্বেও সেখানে খুবই ঝুকিপূর্ণ ভাবে শিক্ষা কার্য্যক্রম চলছে বলে জানা যায়। সরজমিনে ইউনিয়ন পরিষদের কার্য্যক্রম পরিদর্শন কালে জানা যায়, এই ইউনিয়নের বর্তমান চেয়াম্যান আলহাজ্ব গাজী মুনসুর আলী চেয়াম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের প্রতিটি কার্যক্রম নিষ্ঠার সাথে পরিচালনা করেন এবং এই কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেন সচিব জি,এম আব্বাস উদ্দীন। অত্র ইউনিয়নের সদস্য ৯ জন ও মহিলা সদস্য ৩ জন। ইউনিয়ন পরিষদে যে কোন কার্য্যক্রম চেয়াম্যান কমপক্ষে ৭ জন ওয়ার্ড সদস্যদের উপস্থিতিতে মিটিং করে সিদ্ধান্ত ও পরিচালনা করে থাকেন। অত্র ইউনিয়ন থেকে বৎসরে ১,২০,০০০/= টাকা সরকার ভ্যাট গ্রহণ করে থাকেন। এই ইউনিয়নে ১৮% বাওয়ালী বসবাস করেন। একমাত্র হেল বেটাস এর আওয়াতায় সুশিলন নামীয় এন,জি,ও কাজ করছেন। বিগত ২০১৩-১৪ সালে সরকারী ভাবে আনুঃ ৭০,০০০/= টাকা কার্য্য সম্পাদন করেন। অত্র ইউনিয়নে আবাসন প্রকল্প ৪টি। অত্র ইউনিয়নে একটি মাজার বয়েছে ধর্ম পিরের মাজার। মাজারটি ইউনিয়ন পরিষদের আওতায় না থেকে মাজারটির অবহেলায় পড়ে রয়েছে বলে জানা যায়। এছাড়া উক্ত ইউনিয়নের যে কোন বড় ধরনের কার্যক্রম পরিচালিত হলে তাহা উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তির সমন্বয় পরিচালিত হয়ে থাকে। বাল্য বিবাহে চেয়াম্যানের কঠোর হস্থক্ষেপে অনেকাংশে কম। ইউনিয়নটির ভৌগলিক সিমারেখার মধ্যে কয়েকটি সরকারী খাল স্থানীয় ব্যক্তি দ্বারা দখল থাকলে তাহা চেয়াম্যান ও মেম্বারগন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও বলিষ্ট পদক্ষেপে অবমুক্ত হয়েছে বলে জানা যায়।