চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের গেঁদে বিজিবি ক্যাম্পে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, অবৈধভাবে উভয় দেশের কোন নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের গেঁদে বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ’র মধ্যে এক গুরুত্বপর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান বৈঠক থেকে ফিরে জানান, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেঁদে ক্যাম্পে (জিআর ৬৪৭৯৭৩ মানচিত্র ৭৯এ/১৪) বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় গুরুত্বপূর্ণ এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, অবৈধভাবে উভয় দেশের কোন নাগরিক সীমান্ত পারাপার না হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সুরেশ কুমার। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।