চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যাত্রীর মৃত্যু
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা স্টেশনে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে তিনি মারা যান। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। নিহত যাত্রীর কাছ থেকে একটি সান্তাহার টু খুলনার টিকেট পাওয়া গেছে। তার পরনে শাদা লুঙ্গি ও নীল-শাদা সরু লাল চেক গেঞ্জি রয়েছে। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। মাথার চুল কালো ও ছোট করে কাটা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। ট্রেন থামলে তিনি স্টেশনে নামেন। চলন্ত ট্রেনে উঠতে গেলে তিনি পা পিছলে পড়ে যান। বাম পা হাঁটুর নিচ থেকে ট্রেনে কাটা পড়ে। মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি নিথর হয়ে পড়েন। জিআরপিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের বাড়ি খুলনায় নাকি সান্তাহারে তাও নিশ্চিত করে কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে তিনি ব্যবসা করেন। মঙ্গলবার রাতে তার মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা ছিলো।