মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি, অতঃপর…

pic-01_35462hhfffঢাকা: রোগির মেয়েকে মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত বকুল সরকার নামে এক আনসার সদস্যের বিরুদ্ধে।

অভিযোগ উঠার পর ছুটির কথা বলে তিনি বর্তমানে গ্রামের বাড়ি অবস্থান করছেন।

জানা গেছে, গত ২৫ এপ্রিল পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার হাফিজ উদ্দিনকে (৫০) চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন তার মেয়ে। পরে মেয়েটি তার বাবাকে ঢামেক হাসপাতালের ২১৯ নম্বর সার্জারি বিভাগে ভর্তি করান। এরমধ্যে ঢামেকে কর্মরত আনসার সদস্য বকুল সরকার ওই মেয়েটির সঙ্গে পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ অবস্থায় বকুল সরকার মেয়েটিকে ঢাকার একটি মাজারে নিয়ে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরপর ঢামেক হাসপাতালের একটি কক্ষে নিয়ে মেয়েটির সঙ্গে শরীরিক সম্পর্ক করেন।

কিন্তু গত কিছু দিন ধরে মেয়েটি তাকে বিয়ে করার জন্য বলতে থাকলে আনসার সদস্য বকুল সরকার বিয়ে করতে অস্বীকৃতি জানান। মেয়েটি বকুলের কাছ থেকে প্রত্যাখাত হয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হককে বিষয়টি অবগত করেন। পরে ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঢামেকে দায়িত্বরত আনসারের পিসি ইদন আলী এবং আনসার সদস্য আব্দুল হককে বিষয়টি জানান।

এব্যাপারে ইদন আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটির কথা শুনেছি এবং মেয়ের সঙ্গে কথা বলেছি। অভিযোগটি আনসার বিভাগের প্রধান কর্মকর্তাকে জানানো হবে।’

এদিকে অভিযুক্ত বকুল সরকার ছুটি দেখিয়ে বর্তমানে তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীর কালাইহাটে অবস্থান করছেন। তবে বকুল সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সঙ্গে মেয়েটির কথা-বার্তা হয়েছে কিন্তু শারীরিক কোনো সম্পর্ক হয়নি। মেয়েটি তার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে বলেও দাবি করেন বকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *