চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমান আদালত : কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ১জনের জেল জরিমানা

DSC08320555cccহাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের জয়নাল নামের এক জনের ১মাসের জেল ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

জানাগেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ওমর আলীর কন্যা দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী উম্মি খাতুনকে একই গ্রামের হাজী রুলু শেখের ছেলে জয়নাল (৪৫) কলেজে যাওয়া আসার সময় উত্যক্ত করতো। মাস খানেক আগে উম্মির পিতা বাদি হয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের নিকট অভিয়োগ দায়ের করে।
পরে আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফরিদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে তার অফিস কক্ষে দঃ বিধির ৩৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে জয়নাল কে (৪৫) ১মাসের জেল ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের জেল দেন। এরপরই তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *