মানবপাচারকারীদের ধরতে অভিযানে নামছে পুলিশ
ঢাকা: ‘দেশের বিভিন্ন স্থানে মানবপাচারের বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এদের মধ্যে দুই তিনটি সিন্ডিকেটকে আমরা সনাক্ত করেছি। এদের ধরতে পুলিশ অভিযান চালাবে।’ এমনটাই বললেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
রোববার বেলা পৌণে ১২টার দিকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশ কাজ করে তথ্যপ্রমাণ ও সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে। পুলিশ ঢালাও বক্তব্য গ্রহণ করে না। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পেলে মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দেশের সাতক্ষীরা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালী, ঝিনাইদহসহ দেশের বেশ কয়েকটি স্থানে এই সিন্ডিকেট সক্রিয় বলেও তিনি জানান।
পাচারের শিকারদের দেশে ফিরিয়ে আনতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে শহীদুল হক বলেন, ‘পাচারের শিকারদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি। মানবপাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
মানবপাচার বন্ধে ও পাচারকারীদের কূটকৌশল ধরতে জনগণকে সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।