কয়রার বেদকাশিতে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড
কয়রা প্রতিনিধি : কয়রার উত্তর বেদকাশির কাটকাটা গাজীবাড়ী ও বড়বাড়ী গ্রামে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ী সম্পূর্ন লন্ডভন্ড হয়েছে। জানাগেছে শনিবার সন্ধ্যায় বৃষ্টির সাথে সাথে কয়েক মিনিটের টর্নেডো ঝড়ে দু’টি গ্রামের ঘরবাড়ীর টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এবং গাছপালার ব্যাপক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অধিকাংশই উপজাতীয় (মাহাতো ) পরিবার। এদিকে খবর পেয়ে ঘটনার পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদেও জরুরী ভিত্তিতে তালিকা করার নির্দেশ দেন। এছাড়া রোববার সকালেইবেদকাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা পেয়েই জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। খবর নিয়ে জানা গেছে স্থানীয় সুন্দরবন একতা যুব সংঘের সভাপতি এসকে আরিফুল ইসলাম জানান ক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং রোববার সকালেও তাদের মধ্যে শুকনা খাবার বিতরন করা হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্থ ৪৫ টি পরিবারের ঘর সম্পূর্ণ উড়ে যাওয়ায় এসব পরিবারের ছেলে-মেয়েদের বই খাতা সম্পূর্ন নষ্ঠ হয়েছেবৃষ্টির পানিতে। এমনকি এসব বাড়ীতে একটি ঘরও ভাল না থাকায় দুপুরের প্রচন্ডরৌদ্দের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য টিন ও চাউলের জন্য সরকারীভাবে সাহায্যের আবেদন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।