মাদারগঞ্জে নিখোঁজ আ: রাজ্জাককে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের গজারিয়া গ্রামে দেড় বছর ধরে নিখোঁজ আঃ রাজ্জাককে ফিরে পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গুজারিয়া বাজার মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নিখোঁজ আঃ রাজ্জাকের ভাই ইন্তেজ আলী ফকিরসহ সচেতন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নে গজারিয়া গ্রামে প্রতিপক্ষ শামছুল ফকিরের ছেলে শাহ্ আলম সুজন ও সাইবালী গংরা গত দেড় বছর পূর্বে তার ভাই আঃ রাজ্জাককে গুম করেছে।এ ব্যাপারে ইন্তেজ আলী ফকির বাদী হয়ে ২০১৩ সালে ৪ নভেম্বর জামালপুর আদালতে একটি মামলা করলে মুচলিকা দিয়ে ছাড়া পায় শাহ আলম সহ গুমের ঘটনার সাথে জড়িত অন্যান্যরা। এর পর আঃ রাজ্জাককে গুম করার প্রায় দেড় বছর অতিবাহিত হলেও আজও উদ্ধার বা খোঁজ মেলেনি আঃ রাজ্জাকের।এদিকে আঃ রাজ্জাক নিখোঁজ হওয়ার পর দীর্ঘ দিন ধরে মানবেতর জীবন যাপন করছে তার পরিবার।এ ব্যাপারে এলকাবাসীসহ ভুক্তভোগী পরিবাবের লোকজন অভিযুক্তদের আটক করে নিখোঁজ রাজ্জাককে সুস্থ উদ্ধারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।