ফকিরহাটে বাস থেকে অপহৃত কলেজ ছাত্রকে আহত অবস্থায় ৫ঘন্টা পর উদ্ধার

fakirhat-pic-16&&&&ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট শহীদ স্মৃতি কলেজের ২য় বর্ষের এক ছাত্র অপহৃত হওয়ার ৫ঘন্টা পর আহত অবস্থায় পিলজংগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত কলেজ ছাত্রের পিতা নিজ বাদী হয়ে ফকিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, চুলকাঠির সৈয়দপুর এলাকার সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা রবিউল ফরাজীর পুত্র এবং নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের ২য় বর্ষের ছাত্র সাগর ফরাজী (১৯) গত ১৬ মে সকাল আনুমানিক ১১টায় রূপসা থেকে বাসযোগে বাড়ী ফেরার পথে কাটাখালী সাউথ বাংলা ব্যাংক সন্নিকটে এসে পৌছালে ৫/৬টি মটরসাইকেল বাসের গতি রোধ করে। এসময় মটরসাইকেলে আসা রাব্বি মোড়ল ও আজিজুল মোড়ল সহ ১০/১২জন মিলিত হয়ে বাসে থাকা সাগর ফরাজীকে জোর পূর্বক ফিল্মি স্টাইলে অপহরন করে নিয়ে যায়। এরপর অপহরনকারীরা সাগর ফরাজীকে গহীন এক বাগানে নিয়ে লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে পিলজংগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়ী নিয়ে রাখা হয়। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অপহৃত ছাত্রকে বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকে। একপর্যায়ে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪টায় উক্ত বাড়ী থেকে উদ্ধার করে। পরে সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় পুলিশ। ছাত্র সাগরকে কি কারনে অপহরন ও মারপিট করা হয়েছে তা এ রির্পোট লেখা পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষদের পরিকল্পিত অনুযায়ী এদিন এ ঘটনাটি ঘটিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ঘটনার সাথে জড়িত কেউ এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক হয়নি। এ ব্যাপারে এসআই দেবাশীষ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *