সুষ্ঠু জাতীয় নির্বাচনের একটি রূপরেখা দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা

najmul-hudaঢাকা: নবম দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ ঝড়ঝঞ্ঝা দশম জাতীয় সংসদ নির্বাচন থামাতে ব্যর্থ হয়ে ওই নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করেও আন্দোলনে নামে বিএনপি; যার ফল ছিল হরতালঅবরোধপেট্রোলবোমাবন্দুকযুদ্ধ রাজনৈতিক এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু জাতীয় নির্বাচনের একটি রূপরেখা দিয়েছেন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা

শুক্রবার বিকেল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রূপরেখা দিন হুদা

তিনি বলেন, ‘জাতীয় সংলাপ পর্যন্ত আলোর মুখ দেখেনি। দেশের নেতাদের বিপরীতমুখি আচরণের কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। বিরোধী দল থেকে আজ সরকার উৎখাতের ডাক দেয়া হয়েছে। জাতীয় জোট সরকার উৎখাতে নয়, তারা নির্বাচনে বিশ্বাস করে। কোনো সরকার উৎখাতের আন্দোলনে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারা আমাদের এই প্রস্তাবকে কাজে লাগিয়ে আইনে পরিণত করবেন। এর মাধ্যমে একটি পরিবর্তন সূচিত হবে। প্রস্তাবকে কাজে লাগিয়ে সরকার বিরোধী দল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।

হুদা বলেন, ‘আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন। সংবিধানে বলা আছে ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আমরা মনে করি বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে সকল অক্ষমতার মালিক জনগণ। তাদের হাতে কোনো ক্ষমতা নেই। ক্ষমতা চলে গেছে স্বৈরাচারী সরকারের হাতে। আজ কথায় কথায় মানুষ মারা হয়। গুম করা হয়। এর কোনো প্রতিকার পাওয়া যায় না। এভাবে কি চলতে থাকবে? তাই আমরা সংগঠিত হয়েছি।

তিনি বলেন, ‘আমরা সংলাপ ডাকবো। প্রত্যেক দলের প্রধানের কাছ থেকে মতামত নিয়ে আমাদের প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *