ছাতকে সরকারি রাস্তায় গাছ লাগানোর অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে সরকারি রাস্তায় গাছ রোপন করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি গত রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কঠালপুর গ্রামের প্রায় ১৫ফুট প্রস্থ রাস্তার ১২ফুটের মধ্যে গাছ রোপন করে দখলের চেষ্টা চালায় কঠালপুর গ্রামের আবদুল আহাদ ও তার ছেলে বাহার উদ্দিন। এসময় একই গ্রামের মৃত মাস্টার আবদুল ওয়াহাব ছেলে শাহ মোহাম্মদ আলী মুজিব তাদের বাঁধা-নিষেধ দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে এ রাস্তা বন্ধ করে দেয়ারও হুমকী দেয়া হয়। এসময় গ্রামের মতিউর রহমান, গৌছ মিয়া, আবদুল ছত্তার ও ফয়জুল ইসলাম মধ্যস্থতায় করেন। বিষয়টি পঞ্চায়েতের লোকজনকে অবহিত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রস্তাবিত কঠালপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিব জানিয়েছেন।