মংলায় অনুষ্ঠিত হয়েছে ডলফিন ও শুশুক মেলা

Mongla news 13-05-15nnnএমরান হোসেন বাবুল,মংলা প্রতিনিধি : “আমাদের গর্ব আমাদের ডলফিন,সময় থাকতে রক্ষায় মন দিন” এ প্রতি পাদ্যকে সামনে রেখে মংলায় অনুষ্ঠিত হয়েছে ডলফিন ও শুশুক মেলা।

দেশের জলসীমা থেকে বিলুপ্ত প্রায় ডলফিন প্রজাতি রক্ষায় অনুষ্ঠিত হয়েছে এ মেলা। ওয়াইল্ডলাইফ কনজারভশেন সোসাইটির বাংলাদেশ সেটেশান ডাইভার্সিটি প্রজেক্টের আওতায় আজ সকাল সাড়ে ১১টায় চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মেলাটি অনুষ্ঠিত হয়। এ মেলায় বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের বাস্তবিক মডেল, ডলফিন, তিমি ও পরপয়েসের পরিচিতি, বিপদসমুহ, অভয়াশ্রম বাস্তবিক এর ওপর শিক্ষামূলক প্রদর্শনীও দেখানো হয়। মেলার উদ্ধোধন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু তাহের হাওলাদার প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন । এসময় বন বিভাগের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *