বাউফলে পল্লী সমাজের উদ্যোগে মৌসুমী ভিত্তিক বীজ বিতরন

Output file ss 47বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বাউফল উপজেলায় হতো দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে মৌসুমীভিত্তিক শাকসবজী বীজ বিতরন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী আওতায় পল্লী সমাজ উদ্যোগে গতকাল আনুষ্ঠানিক ভাবে এ বীজ বিতরন করেন। স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিতিতে বীজ বিতরনী সভায় বক্তব্য রাখেন, সভাপ্রধান নার্গিস বেগম, সাধারন সম্পাদক সালেহা বেগম ও ক্যশিয়ার মিনারা বেগম।  জানাগেছে, পরিবারের বাড়তি উপার্জন এবং পুষ্টি চাহিদা পূরন এবং স্থানীয় জাতের বীজ সংরক্ষন বীজ বিতরন হচ্ছে উদ্দেশ্য। পল্লী সমাজ সূত্রে জানাগেছে, বিতরনকৃত বীজের মধ্যে রয়েছে ডাটা শাক, প্ইু শাক,ঢেড়স, চিঙ্গে এবং শসা। প্রতি বছর স্থানীয় কমিউনিটি সংগঠন পল্লী সমাজ এ সময় বিভিন্ন প্রজাতের বীজ বিতরন করে থাকে। এলাকা প্রতিটি পরিবার বাড়ির আঙ্গিনায় শাক সবজী চাষ করে স্বাবলম্বী হচ্ছে। উল্লেখ্য, বর্তমান জেনেটি মডিফাইড (জিএমও) সবজী উৎপাদন হওয়া স্থানীয় জাতের মৌসুমী শাক সবজী বিলুপ্ত হচ্ছে। উপজেলার ২৭ নং পল্লী সমাজ (চন্দ্রপাড়া) বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। বীজ সমস্যা সমাধানে তারা গ্রামে ঘুরে বীজ সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *