সংবাদ প্রকাশ করায় সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে পিটিয়েছে যুবলীগ নেতা
মো. মোতালেব হোসেন : সৈয়দপুরে সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশ করায় সৈয়দপুর বার্তার সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু-বিন-আজাদ রতনকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগ নেতা।
জানা যায়, সৈয়দপুর জেলা যুবলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দুই গ্রুপ। সাবেক জেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিনুল হকের নেতৃত্বে জেলা কমিটি একটি অংশ সৈয়দপুর টাউন হলে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে যুবলীগের যুগ্ম সম্পাদক দিল নেওয়াজ খানকে রাজাকার পুত্র বলে আখ্যায়িত করে। এই সংবাদ সৈয়দপুর বার্তাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সৈয়দপুর বার্তায় সংবাদটি প্রকাশ হওয়ায় যুবলীগের যুগ্ম সম্পাদক দিল নেওয়াজ খান আবু বিন আজাদের নামে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলাটি আদালত সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের দায়িত্ব দেন। এর জের ধরে গত ১০ মে রাত সাড়ে ১১টায় শহরের দিনাজপুর রোড মদিনা মোড়ে দিলনেওয়াজ খানের নেতৃত্বে তার দল আবু-বিন-আজাদের উপর হামলা করে। এ সময় তাকে এলোপাতারী মারডাং করে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় সৈয়দপুর সাংবাদিকসহ ব্যবসায়ী মহল নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলে আবু বিন আজাদ জানান। এ ঘটনায় সৈয়দপুর রিপোর্টার্স ক্লাব সহ স্থানীয় সাংবাদিকরা নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে আবু-বিন-আজাদ জানান।