এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

Student-Union2ঢাকা: আগামী শনিবার শাহবাগে ছাত্রশিক্ষকঅভিভাবকজনতার সংহতি সমাবেশ ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সেই সঙ্গে ওইদিনের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেলা ১১টায় সমাবেশ করা হবে পরে সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হয়

পাঁচ দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন নেতারা

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক তার বক্তব্যে সারাদেশে ধর্মঘট সফল করতে গিয়ে ছাত্রলীগের হামলায় আহত নেতাকর্মীদের নাম তুলে ধরে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার বিচারের দাবি জানান। হামলায় আহত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, প্রচার প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মণ, সহসম্পাদক শমিত ভৌমিক সদস্য অনিমেষ রায়। আহত করা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার ছাত্র ফ্রন্টের আহবায়ক সুজয় চৌধুরী সাম্যকে
এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশে বরকল এস জেড হাই স্কুলে ধর্মঘটের কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতা ফরহাদের নেতৃত্বে হামলায় আহত হয় ছাত্র ইউনিয়ন থানা কমিটির সভাপতি শ্রীকান্ত বৈদ্য সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্ত্তীসহ কয়েকজন

নববর্ষের উৎসবে নারী লাঞ্ছনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, বিচার চলমান আন্দোলনে পুলিশী বর্বর হামলার বিচার, ব্যর্থ প্রক্টরের অপসারণসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হয়

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, বাংলাদেশের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক শান্তনু সুমন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফয়সাল রহমান, বিপ্লবী ছাত্রযুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য, ছাত্র ঐক্য ফোরামের আর্নিকা তাসমীম মিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু

প্রসঙ্গত, গত রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহতও হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *