সালাহ উদ্দিনকে সরকারি হাসপাতালে স্থানান্তর

salah-uddinসিলেট: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে (৫৪) আটক করা হয়েছে সোমবার সকালে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে দাবি করেছে ভারতের প্রচীনতম দৈনিক পত্রিকা শিলং টাইমস

শিলং টাইমস পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

এদিকে, মঙ্গলবার দুপুরে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ সাংবাদিকদের জানান, সালাউদ্দিন ভারত থেকে তার কাছে ফোন করেছেন। এমনকি তিনি ভালো আছেন বলে জানিয়েছেন

তিনি আরো জানান, সালাহ উদ্দিন শিলংয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি আছেন

সংবাদ মাধ্যমগুলো সালাহ উদ্দিনের খোঁজ পাওয়ার সংবাদ ফলাও করে প্রকাশ করে। সিলেট মেঘালয় রাজ্যের পাশে হওয়াতে এখানকার মানুষের মধ্যে সালাহ উদ্দিনের খবর জানার জন্য আগ্রহ অনেক বেশি। অনেকেই শিলংয়ে অবস্থানরত আত্মীয়স্বজনের কাছে ফোন দিয়ে বিষয়টি জানার চেষ্টাও করছেন

সালাহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিলং টাইমসের প্রতিবেদক মানস ছত্রী জানিয়েছেন, বিএনপির নেতা সালাউদ্দিনকে শিলংয়ের মিমহ্যান্স মানসিক হাসপাতাল থেকে সিভিল (সরকারি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় পুলিশ তাকে স্থানান্তর করে বলে জানিয়েছেন শিলংয়ের ওই সাংবাদিক

তিনি আরো জানান, গতকাল সোমবার ভারতীয় পুলিশ মেঘালয়ের সালাহ উদ্দিন আহমদকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করে

তার মানসিক অবস্থা দেখে আটকের পরপরই শিলং পুলিশ কর্তৃপক্ষ তাকে মেঘালয়া ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্স হেলথ কমপ্লেক্সে (মিমহ্যান্স) ভর্তি করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *