২১ গরুসহ দুই ভারতীয় রাখাল আটক
সাতক্ষীরা: এবার ভারতীয় রাখালরা গরু নিয়ে বাংলাদেশে ঢুকছে। গরু নিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় ২১ গরুসহ দুই ভারতীয় রাখালকে আটকের পর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বিএসএফ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে গরুসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট থানার নাকুদাহ গ্রামের আব্দুর রউফের ছেলে আমিরুল ইসলাম (২২) ও একই থানার গাছা গ্রামের বিপতি ঘোষের ছেলে অভিজিৎ ঘোষ।
সীমান্তের একটি দায়িত্বশীল সূত্র জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ভারতীয় রাখাল ২০/৩০টি গরু নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় ঢোকে। এ সময় ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা ২১ গরুসহ দুই ভারতীয় রাখালকে আটক করে। এ ঘটনার পর লক্ষ্মীদাড়ি সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
৩৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক নজির আহমেদ বকশি জানান, এবার ভারতীয় চোরাকারবারীরা গরু নিয়ে বাংলাদেশে ঢুকছে। ভারতীয় গরুসহ দুই জনকে আটক করা হয়েছে। এরপরই বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে।