বগুড়ায় ছিনতাইয়ের কবলে পড়েছে দারোগা ও ছাত্রলীগ নেতাসহ পুলিশ কনষ্টেবল
বগুড়া প্রতিনিধি : শেরপুরে এবারে ছিনতাইয়ের কবলে পড়েছে শেরপুর থানার দারোগা রাজু কামাল ও ছাত্রলীগ নেতা সহ এক পুলিশ কনষ্টেবল। মোটর সাইকেল ছিনতাই। আহত-২
রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে শেরপুর থানার শেরপুরের আমিনপুর-রানী ভবানীপুর রাস্তার আলমগাড়ী-তেতুঁলতলা নামক স্থানে। সুত্রমতে, গতকাল বিকেলে শেরপুর থানার দারোগা রাজু একজন পুলিশ কন্সষ্টেবল নিয়ে মামলার তদন্ত সহ আসামী ধরতে যায়। এসময় তাদের সাথে শেরপুর উপজেলা যুবলীগের নেতা ইসমাইল হোসেন বাবু (৩০) নামের এক যুবক সহযোগী হিসেবে যোগ দেয়। দীর্ঘ সময় ভবানীপুর বাজারে অবস্থান করে রাত ৯টার দিক ভবানীপুর বাজার থেকে ৩জন মিলে ১টি মোটর সাইকেল যোগে শেরপুরের উদ্যেশে রওনা দেয়। মাত্র ৩/৪কিলোমিটার রাস্তা উত্তর দিকে আসার পর ছিনতাইয়ের কবলে পড়ে তারা। ভারী অস্ত্রধারী ছিনতাই কারীরা পুলিশের মোটর সাইকেলের পথ রোধ করে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এরপর উভয়ে পাল্টা-পাল্টি গুলি করতে থাকে। একপর্যায়ে ৫/৬জনের ছিনতাইকারী দলের সদস্যরা দারোগা রাজু সহ ৩জনকে রাস্তার নিচে নিয়ে মারপিট করে মোটা দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তাদের নগদ টাকা এবং মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতাল সুত্রে প্রকাশ, রাত সাড়ে ৯টায় বাবু(৩০)শেরপুর খন্দকারপাড়া এবং রাজু নামের একজন দারোগা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে মর্মে চিকিৎসার জন্য শেরপুর হাসপাতালের রেজিষ্টারে নাম ভূক্ত করা হয়েছে। ঘটনার পর রাতে শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।