লোহাগড়া বেসরকারী শিক্ষকদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, জলিল সভাপতি, মুস্তাফিজুর সম্পাদক নির্বাচিত

Output file SS 42কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ দাবী আদায়ের লক্ষে ২২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় (৯ মে) লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শিক্ষকদের সম্মেলনে লোহাগড়া উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুন্সী মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, প্রধান বক্তা জেলা আ’লীগের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিকদার আব্দুল হান্নান রুনু, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অনুষ্ঠানের উদ্বোধক লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ে প্রাক্তন অধ্যক্ষ শা.ম আনয়ারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিত্যুঞ্জয় কুমার দাশ। । সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। প্রথম পর্বের সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে গোপন ব্যালটের মাধ্যমে শিকদার আব্দুল জলিলকে সভাপতি এবং সর্বসম্মতিক্রমে মুন্সী মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ দাবী আদায়ের লক্ষে কমিটি ঘোষিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের অন্যতম নেতা মঞ্জুরুল করিম মুন, আজাদ রহমান, আব্দুল হাইসহ লুৎফর রহমান লিটু শেখ, লিন্টু শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *