ঘোড়াঘাটে শিশু মৃত্যুরোধে ভ্যানে মাইক লাগিয়ে প্রচারনা শুরু করলো এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্মীরা

Output file SS 40ইফতেখার আহমেদ খান বাবু : দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু মৃত্যু রোধে এডিপি ওয়ার্ল্ড ভিশন শেষ পর্যন্ত ভ্যানে মাইক লাগিয়ে প্রচারনা শুরু করেছে। দেখা যায়, এডিপি ওয়ার্ল্ড ভিশন এর সপ্তাহ ব্যাপী ধরে শুরু হওয়া “গ্লোবাল উইক অব অ্যাকশন-২০১৫” নামক কর্মসূচিটির শ্লোগান ঘরে ঘরে পৌঁছে দিতে দক্ষ কর্মীরা শেষ পর্যন্ত ভ্যানে মাইক লাগিয়ে তাদের প্রচারনা করতে দেখা গেছে। এ ব্যাপারে প্রোগ্রাম অফিসার স্বপন সিং সাংবাদিককে জানান, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই আর তাহলো শিশুদের অকাল মৃত্যু যেন ১০০% রোধ করা যায় তার প্রচারনা ঘোড়াঘাট উপজেলার আনাচে কানাছে পৌঁছে দিতে পারা এবং সকলের বাড়ীতে থাকা মায়েদেরকে এই বিষয় গুলোর উপরে সঠিক ধারনা পৌছে দেয়া। তারই ধারাবাহিকতায় আমরা পায়ে হেটে, বাই-সাইকেল যোগে, ভ্যানে মাইক লাগিয়ে, রিক্সায়, মোটর সাইকেলে, মাইক্রোবাসে সহ বিভিন্ন কায়দায় এই শ্লোগানটি ঘরে ঘরে পৌছে দেয়ার চেষ্টা করছি। যা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টার ফল স্বরুপ। ঘোড়াঘাট এলাকাবাসীর মতে এই প্রচারনা আমাদের মা বোনদেরকে শিশুদের দেখভালের বিষয়ে সচেতন করবে ও অনেক কার্যকরি ভূমিকা রাখবে বলে একাধিক ব্যক্তি সাংবাদিককে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *