লোহাগড়ায় সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পেট্রল বিক্রি করছে তেল ব্যবসায়ী
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বোতলে পেট্রল বিক্রি করছে পৌরসভাধীন মেসার্স লোহাগড়া ফিলিং স্টেশন। গত বৃহস্পতিবার (৭ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ ফিলিং স্টেশনের কর্মচারী তারামিয়া দুই লিটারের একটি বোতলে পেট্রল বিক্রি করছে। বর্তমান সরকার পেট্রলবোমা নাশকতা রোধে, বোতলে করে পেট্রল বিক্রি নিষিদ্ধ ঘোষনা করার পরও আপনি কেন বোতলে পেট্রল বিক্রি করছেন, এমন প্রশ্নের জবাবে কর্মচারি তারামিয়া প্রথমে অস্বীকার করলেও পরে সাংবাদিকদের বলেন, “ডিসি অফিসের ড্রাইভারসহ নিরিবিলি পার্কের লোকেরা আমার কাছে বোতল নিয়ে পেট্রল নিতে আসে তাই বিক্রি করি”,
এ বিষয়ে মেসার্স লোহাগড়া ফিলিং স্টেশনের (ডিলার পদ্মা অয়েল কোঃলিঃ) মালিক সৈয়দ বোরহান উদ্দিন এর নিকট ফোনে জানতে চাইলে তিনি বলেন, “অনেকের মটর সাইকেলের পেট্রল রাস্তায় ফুরিয়ে গেলে তারা বোতল নিয়ে আসে, সেই কারনে হয়তো তারামিয়া বোতলে পেট্রল বিক্রি করে,
এ ব্যপারে এলাকার সচেতন মহলের প্রশাসনের নিকট দাবি, বর্তমানে লোহাগড়াসহ দেশের বিভিন্ন স্থানে যে পেট্রল বোমায় নাশকতা হচ্ছে তা প্রতিরোধে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বোতলে করে যাতে কোন তেল ব্যবসায়ী পেট্রল বিক্রি করে নাশকতা কারিদের সহায়ক হিসাবে কাজ করতে না পারে সে ব্যাপারে তৎপর থাকতে হবে।