ঘোড়াঘাট পৌর ৮নং ওয়ার্ডবাসী উন্নয়ন হতে ৯ বছর ধরে বঞ্চিত! টাকার পাহাড় গড়ছে কাউন্সিলর

Rod Tra6666ইফতেখার আহমেদ খান বাবু : দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮নং ওয়ার্ডবাসী উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত টাকার পাহাড় গড়ছেন কাউন্সিলর। অত্র এলাকার মোঃ মেহেদী হাসান রুবেল জানান, দিনাজপুর জেলার ৯৬ কি. মি. দূরে ঘোড়াঘাট পৌরসভা যার সদর ওয়ার্ড বলে পরিচিত ৮নং ওয়ার্ডটি। এই ওয়ার্ডের উল্লেখযোগ্য কোন প্রকার কাজ পর পর দুই বারের কাউন্সিলর (১ম বার সিলেকসনে ও ২য় বার ইলেকশনে) অত্র এলাকার জন সাধারনকে দিতে পারেননি বলে দাবি জানিয়েছেন অত্র ওয়ার্ডের মেহেদী হাসান রুবেল সহ বেশ কিছু সচেতন নাগরিক। তারা জানান, ৮নং ওয়ার্ড ব্যতীত পৌরসভার বেশির ভাগ ওয়ার্ডেই উন্নয়ন মূলক ব্যাপক কাজ হলেও শুধু উপজেলা প্রশাসন এলাকা নিয়ে গঠিত আমাদের ৮নং ওয়ার্ডে  হয়নি। এই  ওয়ার্ডবাসী আমরা ট্যাক্স, ভ্যাট, কর পৌরসভায় জমা দিলেও আমাদের খবর নেয়ার কেউ নেই। তারা আরো বলেন কাউন্সিলর খলিলুর রহমানের গ্রামে ১০টি বাড়ীও নাই, অথচ তার ঠিক বাড়ীর গেইট পর্যন্ত রাস্তাটি পিচ ঢালাই দিয়ে পাকা করে নিয়েছে। আর আমাদের গ্রামে হাজার হাজার বসত-বাড়ী থাকলেও রাস্তা গুলো কাঁদা মাটিরই রয়ে গেছে। সে ঠিকই বিল্ডিং বানাচ্ছে, দামী দামী জমি কিনছে, ব্যাংকে টাকা জমাচ্ছে গড়ছে টাকার পাহাড় অথচ আমাদের খবর নেয়ার কেউ নেই! এই এলাকার ড্রেনের গন্ধে থাকা যায় না, খোদাদাদপুর গ্রামের রাস্তা খুড়ে আজ এতোদিন ফেলে রাখা হয়েছে, বৃষ্টি কাঁদায় ওই রাস্তা দিয়ে চলাচলরত হাজার হাজার লোক দিনে রাতে কষ্ট করছে। মোটর সাইকেল ও সাইকেল ব্যবহারকারীরা কাঁদায় তাদের চলাচল করতে পারছে না। তাকে কিছু বলাও যায় না, তার রয়েছে এলাকার বেশ কিছু টাকা ওয়ালাদের সহিত আতাত। তাই “হামাক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই, কাদোর রাস্তা হামরা জন্ম হওয়ার পর থেকে দেখে আসোছি, মরার টাইম হওছে ইট বিছান রাস্তাটাও হামার ভাগ্যত জুটলো না। আর কমিশনার ওর বাড়ীর গেইট পর্যন্ত রাস্তা পাকা করে নিলি”। এভাবেই এলাকার বিভিন্ন লোকজন তাদের দুঃখ দূর্দশার কথা সাংবাদিকদের জানান। ৮নং এলাকাবাসী বর্তমান  উন্নয়নের সরকারের স্বনামধন্য দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *