সাপাহারে সৃষ্টি একাডেমীর রবীন্দ্র জম্মজয়ন্তী উদ্যাপন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্র নাথের জম্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ক্ষুদে বিদ্যাপিঠ সৃষ্টি একাডেমী কর্তৃক এক বণাঢ্য র্যালী ও আলোচনা সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্যাপনে ওই দিন সকালে এক বণাঢ্য র্যালী বিদ্যালয় পঙ্গন হতে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিদ্যলয় চত্বরে এসে মিলিত হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা মেডাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা দিবসের তৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মিঞা সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, বিদ্যালয়ের অন্যতম শিক্ষক জুয়েল মাস্টার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী ও অভিভাবকগন সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে চিত্রা্কংন প্রতিযোগীতা ও কবিতা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।