ঢাকা জেলা ডিবি (উত্তর) ওসি মীর শাহীন শাহ্ পারভেজের নেতৃত্বে তিন অপহরণকারী আটক

Output file SS 34ষ্টার্ফ রিপোর্টার আবুল কাশেম : সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী এলাকায় বাতানটেক নামক গ্রামে কাজিমুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী মোঃ আমীর হোসেনকে(৩০) উদ্ধার করেন ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) ওসি মীর শাহীন শাহ্ পারভেজ এবং গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণ কারী রাসেল, আলামিন ও সজীবকে ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মধ্য গাজীরচট এলাকার ডিস ব্যবসায়ী মোঃ আমীর হোসেন(৩০) পিতাঃ আসকর আলী সকাল এগারোটার দিকে ইউনিক বাসষ্ট্যান্ড থেকে মানিকগঞ্জের উদ্দ্যেশে যাচ্ছিলেন । এই সময় ব্যবসায়ী মোঃ আমীর হোসেন(৩০) অটোরিক্সা করে নবীনগর যাওয়ার পথে বাইপাইল ব্রীজের উপরে উঠলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কারে প্রায় ৮ জন অপহরণকারী ঔ ব্যবসায়ীকে অপহৃত করে পলাশবাড়ীর বাতানটেক গ্রামে কাজিমুদ্দিনের বাড়ীতে নিয়ে আসে। পরর্বতীতে বিকেল ৫টার দিকে আমীর হোসেনের পিতার কাছে একটা ফোন আসে এবং অপহরণকারীরা বলেন আমীর হোসেন আমাদের হেফাজতে আছে যদি জীবিত নিতে চাও তাহালে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে । এই পরিপ্রেক্ষিতে আমীর হোসেনের ভাই জালাল আহমেদ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি জিডি করেন । জিডি নং-২২৪ । অপহরণকারীরা আমীর হোসেনের পিতার কাছে মোবাইল ফোনে বলেন বগাবাড়ীর কামারের দোকানের পাশে একটি ব্যাগে মেমোরী কার্ড রাখা আছে তা দেখলে বুঝতে পারবেন আপনার ছেলে কেমন আছে । এই মেমোরী কার্ডের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) ওসি মীর শাহীন শাহ্ পারভেজ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং আটজন অপহরণকারীর মধ্য থেকে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হন ডিবি পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *