ঘোড়াঘাটে শিশু মৃত্যু রোধে গ্লোবাল উইক অব অ্যাকশন- ২০১৫ পালনে এডিপি ওয়াল্ডভিশনের মাঠে মোবাইল ট্রুপ্স কাজ করছে
ইফতেখার আহম্মেদ বাবু : দিনাজপুরের ঘোড়াঘাটে এডিপি ওয়াল্ডভিশনের দক্ষ এক দল ট্রুপ্স অফিস আদালতে, পথে- ঘাটে, স্কুল- কলেজে, শিশু কিশোর, যুবক- বৃদ্ধদের শিশুর অকার মৃত্যু নির্মূল করার লক্ষ্যে সপ্তাহে ব্যাপী ভ্রামমান ভাবে উপজেলার সকল জায়গায় গিয়ে মতবিনিময় ও সকলকে সম্মূখ ধারনা প্রদান করতে দেখা যাচ্ছে। জানাযায় গ্লোবাল উইক অব অ্যাকশন-২০১৫ নামক প্রোগ্রামের ভিত্তিতে তারা “ কিছুতেই থামবো না, এক সাথে পরিবর্তন আনবো। একসাথে আমরা প্রতিরোধ যোগ্য শিশুদের অকাল মৃত্যু নির্মূল করতে পারি” স্লোগানটিকে মূল মন্ত্র হিসেবে বাস্তবে রুপ দিতে ছুটছেন সকল প্রতিষ্ঠান ও এলাকায় এলাকায়। লক্ষ একটাই শিশু মৃত্যুটাকে জিরো টলারেন্স এ আনতে চেষ্টা করা ও এই সংক্রান্ত বিষয়ে জনসাধারনকে কি কি পদ্ধতি/ উপায় অনুসরণ করতে হবে তা ক্লাসের মাধ্যমে ধারনা প্রদান করা। এডিপি ওয়াল্ড ভিশনের এই কার্যক্রমটি ঘোড়াঘাট উপজেলায় শিশুদের অকাল মৃত্যুরোধে বড় ভূমিকা রাখবে বলে সচেতন নাগরিগদের ধারনা। তাছাড়া দক্ষ দলটিতে যারা শ্রম দিচ্ছেন তারা হলেন প্রোগ্রাম অফিসার স্বপন সিং, মারিও মার্ডী, ফাইনান্স অফিসার ডেভিড মন্ডল, হেল্থ অফিসার সুশান্ত রায়, ফেসালেটিস অফিসার আলামিন সহ ড্রাইভার ও আরো কিছু এডিপি ওয়াল্ড ভিশনের সদস্যগণ। তাদের প্রোগ্রামটি ৭ দিন যাবত পরিচালিত হবে বলে সাংবাদিকদের জানায়। প্রথম দিনে তারা প্রোগ্রাম করেছেন মিশন চার্চ, খোদাতপুর যুব সমাজ কল্যান সমিতি, বলাহার স্কুল, ঘোড়াঘাট আরসি বিদ্যালয়, কেসি পাইলট বিদ্যালয়, প্রাইমারি স্কুল সহ বেশ কয়েকটি জায়গায়। তার মধ্যে বলাহার স্কুলে উপস্থিত ছিল ৫৪০ জন ছাত্র-ছাত্রী, কেসি স্কুলে ৯০০ জন, ঘোড়াঘাট মডেল স্কুলে ৫০০ জন, খোদাদাতপুর যুব সমাজ কল্যান সমিতিতে ২৫০ জন, পূজা মন্ডপে ২হাজার থেকে ২ হাজার ৫ শত জন সহ আরো অসংখ্য শিশু কিশোর সহ অসংখ্য জনগনের সহিত তারা মত বিনিময় ও সম্মূখ ধারনা প্রদানের জন্য আলোচনা করেন।