পাবনার ফরিদপুরে আনসার ভিডিপি ক্লাবের সাইন বোর্ড উধাও

kader 310-480x538ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব ঘর রয়েছে। এ সমস্ত ঘরনির্মানে সরকারের লাখ লাখ টাকা খরচ হলেও ক্লাব ঘরগুলির কার্যকারিতা নেই বলে এলাকাবাসীর অভিযোগ। এ সমস্ত ক্লাব ঘড়গুলি বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংশ্লিষ্ঠ ক্লাব ঘরগুলির কোন সাইন বোর্ড নেই। আর সাইন বোর্ড না থাকায় উপজেলা সদর বনওয়ারীনগর প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী অনসার ও ভিডিপি ক্লাব ঘরটি ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। এদিকে উপজেলা অনসার ও ভিডিপি কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূণ্য থাকায় এগুলি দেখার কেউ নেই। রহস্য কী? তদন্ত হওয়া প্রয়োজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *