পুলিশকে লক্ষ্য করে বোমা, আহত ১
মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে পুলিশের উপর বোমা হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।
এ ঘটনায় আলা উদ্দীন (২৮) নামের এক পুলিশ কনস্টেবল সামান্য আহত হয়েছেন। নিজের বোমায় আহত মাদক ব্যবসায়ী কাজিপুর গ্রামের আতিয়ার রাহমানকে (৫০) ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
গতরাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আটক আতিয়ার রহমান কাজিপুর গ্রামের মৃত আছের হালসনার ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল কাজিপুর বুড়িপোতা পাড়ার সড়কে টহলে ছিলেন। এসময় সড়ক দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচারের সময় পুলিশ টহল দলের কাছাকাছি পৌঁছায়। পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পিছু ফিরে পালানোর চেষ্টা করে।
নিশ্চিত আটক মনে করে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরিত হয়ে মাদক ব্যবসায়ী আতিয়ার ও পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলা উদ্দীন আহত হন। আহত অবস্থায় আতিয়ারকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আলা উদ্দীনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা জানান, আতিয়ার রহমানের মুখ বোমায় জখম হয়েছে। তিনি শঙ্কামুক্ত নয়।
পীরতলা পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, মাদক ব্যবসায়ীরা তিন জন ছিলেন। তাদের মধ্য থেকে কাবের নামের এক মাদক ব্যবসায়ীকে চিনতে পেরেছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আতিয়ার রহমান পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। কাজিপুরের ভারতীয় সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আতিয়ারকে জিজ্ঞাবাদে তথ্য নিয়ে তার সহযোগিদের আটক করা হবে। তার নামে মামলা দায়েরের আগে আজই আদালতে সোপর্দ করা হবে।