দেশ থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ

Lohagara Pic 06 05 15mmmmmখেজুর গাছ ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ফলে দীর্ঘদিন ধরে এসব গাছ থেকে ফল ও রস সংগ্রহ করা যায়। চারা উৎপাদন, রোপণ, গাছের পরিচর্যা, রস সংগ্রহ, গুড় তৈরি এবং বাজারজাতসহ বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে বহু দরিদ্র ও বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। খেজুরের পাতা দ্বারা পাটি, থলে, বাড়ি ঘরের ছাউনি, বেড়া ও কান্ড চেরাই করে ঘরের খুটি হিসেবে ব্যবহার করা হয়। পাতা ও অন্যান্য অংশ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষাসহ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পেত। খেজুর গাছ যাতে হারিয়ে না যায় এ জন্য রোপন করা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *