ঝিনাইগাতী এডিপির গ্লোবাল উইক অব অ্যাকশন ২০১৫ উদযাপন

Global Week of Action 2015RRRRRহারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫ মে মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নের ৯২টি বিদ্যালয়ে গ্লোবাল উইক অব অ্যাকশন ২০১৫ উদযাপন করে। এতে এসেম্বলীর মাধ্যমে স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। এতে ২৬২১২ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য “বিশ্বের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে শিশুদের জন্য আরও সুন্দর পৃথিবী গড়ে তোলার উদাত্ত আহবান জানাই। শুন্যের কোঠায় নেমে আসার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই থামবো না”। এই ক্যা¤েপইনের মাধ্যমে কয়েকটি বিষয়কে গুরুত্বারোপ করে সরকারের প্রতি আবেদন জানানো হয়, যেমন- স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি খাতে বিশেষ করে শিশু ও মাতৃ স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের জন্য অনুরোধ। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী নিয়োগ দান। পুষ্টি কার্যক্রম অধিকতর গুরুত্ব দিয়ে সম্প্রসারিত করা এবং শিশুর Growth Monitoring এর ব্যবস্থাপনা নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা (Accountability) এবং সেই ক্ষেত্রে জনঅংশগ্রহণের মাধ্যমে মনিটরিং ও পর্যালোচনার মাধ্যমে উন্নয়ন পদক্ষেপ পরিকল্পনা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *