নাশকতা-সহিংসতা রোধ করে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন : ইউএনও পলাশবাড়ী
গাইবান্ধা সংবাদদাতা : নাশকতা-সহিংসতা রোধ করে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যুগের সাথে সামঞ্জস্য রেখে আমাদের চিন্তা-চেতনার পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে গত রোববার অবরোধ ও হরতালের নামে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম এ কথা বলেন। কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, অত্র স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মাহাবুব মিয়া, গণজাগরণ মঞ্চ মুখপাত্র আশরাফুল ইসলাম, উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রুবেলসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ওই এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।