সুন্দরগঞ্জে দিবালোকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই॥ আহত-২ আটক-১
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ শহরে আকিজ গ্র“পের কর্মচারিকে কুপিয়ে ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে। ঘটনাটি টক অবদ্যা টাউনে পরিণত হয়েছে।
সোমবার সকাল অনুমান ১০টার পরে আকিজ গ্র“পের ডিপো ইনচার্জ আসাদুজ্জামান পলাশ ও ম্যানেজার ফখরুল হাসান হুড়াভায়াখাঁ ব্র্যাক মোড় অফিস থেকে মার্কেটিং এর জমাকৃত ৪ লাখ ৬০ হাজার টাকা ব্যাগে ভর্তি করে মটর সাইকেল যোগে ইসলামি ব্যাংকে যাবার সময় সুন্দরগঞ্জ মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই স্থানে পৌছা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫/৬ জনের একটি দূর্বৃত্তের দল মটর সাইকেলের গতিরোধ করে মাটিতে ফেলে দেয়। এরপর উপর্যুপরি মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। পালাবার চেষ্টা করলে তারা বাঁধা প্রদান করে। আহত আসাদুজ্জামান পলাশ জানান, পালাবার সময় বাঁধা প্রদান করলে দূর্বৃত্তরা পিস্তুল উচিয়ে ধরে। আহত ডিপো ইনচার্জ আসাদুজ্জামান পলাশ সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত টেরিটুরি অফিসার ফখরুল হাসান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মিলন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, দূর্বৃত্তদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।