হাকিমপুরের ইটাই ভূমিহীন সমবায় সমিতির মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মুক্ত গ্রামের দাবীতে র‌্যালী

Picturett555ইফতেখার আহমেদ খান বাবু : দিনাজপুরের হাকিমপুরের ইটাই ভূমিহীন সমবায় সমিতির মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মুক্ত গ্রামের দাবীতে র‌্যালী ও আলোচনা সভা গতকাল বিকাল ৩ ঘটিকায় ইটাই গ্রামের ভূমিহীন সমবায় সমিতি চত্বরে অনুষ্টিত হয়েছে। জানা যায়, হাকিমপুরের আলীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইটাই গ্রামে “ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির” উদ্যোগে ও ইটাই গ্রামের যুবক, নারী ও সাধারন মানুষের প্রচেষ্টায় মাদকমুক্ত গ্রাম ও মাদক সেবী যুব সমাজের দাবীতে র‌্যালী বিকাল ৩ ঘটিকায় র‌্যালী বের হয়ে গ্রামটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত সমবায় সমিতি চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মাস্টার। তার সভাপতিত্বে মোঃ মাসুদ রানা, মোঃ সুলতান মাহমুদ, ইউসুফ আলী, ফাতেমা খাতুন, ইউপি সদস্য. আলীহাট, মোঃ কামরুজ্জামান, সভাপতি, ইটাই ভূমিহীন সমবায় সমিতি সহ বেশ কিছু বক্তারা তাদের বক্তব্যে সরকারের দৃষ্টি আকর্ষন করে জোর দাবী জানান, যেন ইটাই বাওনা গ্রামে যে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রির রমরমা বানিজ্য চলছে তা বন্ধ করে অত্র ইউনিয়ন তথা গ্রামের সকল যুবক এবং প্রতিদিন বিভিন্ন স্থান হতে আগত মাদক সেবনের জন্য যুবকদের জীবন রক্ষার্থে কার্যকরী ভূমিকা রাখার জন্য তাদের প্রাণের দাবী হিসেবে আখ্যায়িত করে বক্তব্য প্রদান করেন। সীমান্ত থেকে ১৩ কি. মি. দুরে হলেও ইটাই গ্রামটি বর্তমানে মাদকের আখড়া ও মাদক সেবীদের নিরাপদ স্থান হিসেবে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করেছে। এ বিষয়টি নিয়ে বারংবার বিভিন্ন প্রকার দপ্তরে ইটাই গ্রামের পক্ষে ইটাই ভূমিহীন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক লিখিত অভিযোগ প্রদান করলেও আজও কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে প্রশাসন কর্তৃপক্ষকে দেখা যায়নি বলে সভাপতি কামরুজ্জামান, সম্পাদক ময়নুল ইসলাম সাংবাদিকদের জানান। সভাপতি কামরুজ্জামান ও সম্পাদক ময়নুল ইসলাম সহ গ্রামবাসী মাদক বিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কর্তৃক নিরাপত্তাহীনতায় ভুগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *