ঝিনাইদহে স্বামীকে মেরে গোয়ালঘরে মাটিচাপা, স্ত্রী আটক
আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহ : ঝিনাইদহে স্বামী রফিউদ্দীনকে হত্যার পর গোয়ালঘরে মাটিচাপা দিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ফাতেমা ও মিলের ফায়ারম্যান আনিসকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ মেকানিক রফিউদ্দীন নিখোঁজ হন। ১ মাস ১৭ দিন পর তার লাশের সন্ধান পাওয়া যায় মিল কোয়ার্টারের গোয়ালঘরে। স্ত্রী ফাতেমা বেগম রফিউদ্দীনকে মিলের ই-টাইপ ১ নং বিল্ডিংয়ের এক রুমে হত্যার পর কোয়ার্টারের সামনে একটি গোয়াল ঘরে লাশ পুতে রেখে সেখানে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন।দীর্ঘদিন সুগারমিলের গ্যারেজ মেকানিক রফিউদ্দীন নিখোঁজের ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে পুলিশ গত কয়েকদিন ধরে রফিউদ্দীনের স্ত্রী ফাতেমাকে তার স্বামী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময়ে তার কথাবার্তায় অসংলগ্নতা পায় পুলিশ।এরপর ফাতেমা কালীগঞ্জ থেকে মাগুরায় পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ফাতেমাকে শনিবার রাতে আটক করে নিয়ে আসে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্ত্রী ফাতেমা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। তার তথ্যমতে মিলের কোয়ার্টারের ওই বিল্ডিংয়ের সামনের একটি গোলায়ঘরের মধ্যে রফিউদ্দীনের লাশ পুঁতে রেখে তার উপর প্লাস্টার করা হয়েছে বলে তিনি জানান। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাকে সঙ্গে নিয়ে সেখান থেকে লাশ উত্তোলনের প্রস্তুতি চলছে।