নলছিটির দলিল লেখক আকবর আলী হত্যা মামলার স্বাক্ষীদের এসিড নিক্ষেপ ও হত্যার হুমকি

humkiনলছিটি প্রতিনিধি : নলছিটির দলিল লেখক আকবর আলী হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে মামলার স্বাক্ষী কলেজ পড়–য়া মেয়ে জেসমিন আক্তার তিন্নির গায়ে এসিড নিক্ষেপের হুমকি ও তার ভাইদের হত্যা করার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র সস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নলছিটি থানা পুলিশ ইতিপূর্বে হত্যার হাত থেকে উদ্ধার করলেও বর্তমানে তারা প্রতিটি মূহুর্ত আতংকে দিন কাটাচ্ছে। জানা যায়, ২০০৪ সালের ৪ জানুয়ারী দলিল লেখক আ’লীগের কুশংগল ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ড সভাপতি আকবর আলী হাওলাদার নলছিটি কর্মস্থল ত্যাগ করে গ্রামের বসত বাড়ি জামুরা যাওয়ার পথে অত্র কুশংগল ইউনিয়ন যুবদল সভাপতি কুখ্যাত সন্ত্রাসী মাহবুবুর রহমান ও তার সংগীর কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়ে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করে। যার মামলা নং জি.আর ০২/২০০৪। আকবর আলীর মূল হত্যাকারী মাহবুব ও তার সহযোগীরা জামিনে বেরিয়ে মামলার স্বাক্ষীদের প্রকাশ্যে হত্যা ও গুম করার হুমকি দিচ্ছে। বর্তমানে মামলাটির স্বাক্ষ্য প্রমান চলছে। স্বাক্ষীরা যাতে স্বাক্ষী দিতে না যান এজন্য সন্ত্রাসীরা তাদের জীবন নাশের হুমকি অব্যাহত রাখছেন। গত ২৯ এপ্রিল মৃত আকবরের পুত্র কামাল হোসেন লিটন তার মা, বোন ভাইদের নিয়ে গ্রামের বাড়ি জামুরা নিজ বসত বাড়িতে ছিলেন। এসময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুনিরা গৃহে প্রবেশ করে পরিবারের সকলকে গৃহবন্দি করে রেখে খুন করতে উদ্যত হয়। তার মা ও বোনকে নরপশুরা শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও নলছিটি থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে নলছিটি শহরে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চলে যাওয়ার সময় খুনিরা বলেন- একটা খুন করেছি এতে যে বিচার হবে আর দশটা খুন করলেও একই বিচার হবে। তোর বাবারতো লাশ পাইছো তোদের লাশ চৌদ্দ হাত মাটি খুড়লেও কেউ পাবে না। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে খুনীরা আত্মগোপনে চলে যায়। এদিকে এ ঘটনার ৭দিন পূর্বে মৃত আকবরের মেয়ে জেসমিন আক্তার তিন্নি (১৭) এইচএসসি পড়–য়া ছাত্রী নলছিটি ডিগ্রি কলেজ থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে জামুরা রাস্তায় সন্ত্রাসী মাহবুব ও তার বাহিনীর সালেহ আহম্মেদ, অলিউল ইসলাম, নুরুল আলম, হেলাল উদ্দিন, শাহ আলম মুন্সী, আবু বক্কর, আঃ বারেক, আঃ সালাম ও আঃ রব পথ রোধ করে দাড়িয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদর্শন করে। অন্যথায় তিন্নিকে এসিড মেরে মুখ মন্ডল ঝলসে দেয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেন। এ ব্যাপারে মরহুমের পুত্র কামাল হোসেন লিটন বাদী হয়ে গত ৩১/০৪/২০১৫ তারিখ নলছিটি থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন। যার জিডি নং ১২৫৩। বর্তমানে মামলার স্বাক্ষী জেসমিন আক্তার, কামাল হোসেন লিটন সহ সকল স্বাক্ষীরা বসত ভিটা ছেড়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে নলছিটির নারী সংগঠনের নেতৃবৃন্দরা এ প্রতিবেদককে জানিয়েছেন খুনী সন্ত্রাসীদের অনতি বিলম্বে পুলিশ গ্রেফতার না করলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *