সর্বস্তরের জনতার সহযোগিতায় গড়ে উঠবে সন্ত্রাস সহিংসতা মুক্ত শান্তি প্রিয় ও উন্নত পলাশবাড়ী —উপজেলা পরিষদ চেয়ারম্যান
আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ী-এর উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অত্র সংগঠনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আক্তার বানু শিফন। তিনি বলেন, সর্বস্তরের জনতার সহযোগিতায় গড়ে উঠবে সন্ত্রাস সহিংসতা মুক্ত শান্তি প্রিয় ও উন্নত পলাশবাড়ী, মেহনতী মানুষের পাশে দাড়াতে চাই সকলের সহযোগিতা কামনা করছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব, সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও অত্র সংগঠনের সদস্য আলমগীর মন্ডল, সাবেক শ্রমিকনেতা আলেকুজ্জামান ফুল মিয়া, রেজানুর রহমান ডিপটি, সাবেক কমিশনার আব্দুর কাদের মিস্ত্রি, শ্রমিক সদস্য শফিকুর কবির মিন্টু ও আব্দুল বাকী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম লাজু। উল্লেখ্য, উপজেলার মোটর শ্রমিক ইউনিয়ন ছাড়াও অন্যান্য শ্রমিক ইউনিয়নগুলো তাদের নিজ নিজ ব্যানারে মহান মে দিবস পালন করেন।