মোল্লাহাটে শিক্ষা দান কালে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নিকট হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি
মোল্লাহাটে শিক্ষা দান কালে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নিকট হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করায় এক শিক্ষকের বিরুদ্ধে ফুসে উঠছে শিক্ষার্থী/অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষ। গত দুই দিন ধরে উপজেলা চেয়ারম্যান ও থানা পুলিশ আপ্রান চেষ্টা করায় চরম উত্তেজনাকর ওই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। উপজেলার কচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী লাইব্রেরিয়ান পার্থ দাস গত ২৩/০৪/২০১৫ ইং সকাল ১০টায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অংকের ক্লাস করানো কালে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে আপত্তিকর কথা বলায় ওই পরিস্থিতি সৃষ্টি হয় । পরে বিষয়টি ক্রমান্বয়ে সকলের মাঝে ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে কটুক্তিকারী শিক্ষক পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে গেলেও উত্তেজিত লোক-জন ওই শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে গত শুক্রবার ও শনিবার ২ দফায় বিদ্যালয় ঘেরাও করে। বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা মিয়া ও থানা ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম গত দুই দিন (শুক্রবার ও শনিবার) আপ্রান চেষ্টা করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেন। এদিকে এলাকাবাসি বলছেন-ওই শিক্ষক নামের কুলাঙ্গারকে যদি কখনো ওই বিদ্যালয় বা এলাকায় দেখা যায় তাহলে তারা কোনরূপ ক্ষমা করবেনা। এবিষয়ে থানা ওসি বলেন-বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থী/অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ সত্য, তাই ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় এবং প্রশাসন’র পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবিষয়ে ওই বিদ্যালয়’র প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস বলেন-আজ (শনিবার) ওই শিক্ষককে বহিঃস্কার করা হয়েছে, সে (শিক্ষক) মহানবী সম্পর্কে যা বলেছে তা ভাষায় প্রকাশ করা যায়ন, তাই মুখে বলতে চাইনা।