ঝিনাইদহের শৈলকুপায় ড. হুমায়ুন আজাদের ৬৮ তম জন্ম বার্ষিকী পালিত

Azad88888ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশের প্রথাবিরোধি বহুমাত্রিক লেখক ভাষাবিজ্ঞানি ড.হুমায়ুন আজাদের ৬৮ তম জন্ম জয়ন্তি পালিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বিকালে কাতলাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘাসফুল সাংস্কৃতিক পরিষদ এ উপলক্ষে আলোচনা, কবিতা পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। কাতলাগাড়ি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ড. হুমায়ুন আজাদের ঘনিষ্ট সহচর মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, কবি রণক মুহম্মদ রফিক। আলোচনা করেন কবি রণভী শের, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন বাগচী, প্রেসক্লাব শৈলকুপার সভাপতি আলমগীর অরণ্য, ডি এম ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ড. হাবিবুর রহমান, কবি সরোয়ার সবুজ, কবি আবু বকর সিদ্দিক, কবি অনিক সিদ্দিকী, কাতলাগাড়ি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আদিল মোঃ আনিসুজ্জামান, কাঁচেরকোল কলেজের প্রভাষক শাহাদৎ হোসেন, ইবির বাংলা বিভাগের সাবেক ছাত্র পরশ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি কে সি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি শেখর শরিফ। বক্তারা বাংলাদেশের প্রথাবিরোধি বহুমাত্রিক লেখক, গবেষক, ভাষাবিজ্ঞানি ড. হুমায়ুন আজাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *