‘ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করা হবে’
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংসরোধে আগামীতে ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হবে যাতে নেপালের মত পরিস্থিতি না হয়।
নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঢাকা, সিলেট, সৈয়দপুরের বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখারও নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজধানীর ওসমানী মিলনায়তনে টেকসই উন্নয়ন সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার পল্লী জনপদ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে। গত ছয় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান করা হয়েছে বলে জানান তিনি।
প্রধানন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, এখন উন্নয়ন করবো। ৪১ সালে একটি উন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে পরিচিত করা হবে।